ABOUT US

বিশ্বব্রহ্মাণ্ডের মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো এই পবিত্র কোরআন সমগ্র মানবজাতির জন্য কেয়ামত পর্যন্ত এক পূর্ণাঙ্গ জীবন বিধান।


যারা একে অনুসরণ করবে বা করার চেষ্টা করবে তাদেরকে সৃষ্টিকর্তাই ক্ষমা করবেন এবং সুপথে চালিত করবেন। আর যারা এই জীবন বিধানকে অস্বীকার বা বিরোধিতা করবে, সমাজকে অন্যায় দ্বারা কলুষিত করবে, তাদের জন্য রয়েছে দুঃখজনক পরিণতি।


যারা এই পবিত্র কোরআনের বাণীকে আন্তরিকভাবে অনুধাবন করতে চান, আরবি ভাষায় লিখিত কোরআনকে নিজের ভাষায় বুঝে সে অনুযায়ী জীবন গঠন করতে চান, তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের এই কোরআন ক্লাসের আয়োজন।


এখানে হাজারো প্রশ্ন করতে কোনো মানা নেই। বরং বিভিন্ন রকমের সন্দেহ, দ্বিধা, সামাজিক রীতিনীতি যা কখনোবা কোরআনের সাথে সাংঘর্ষিক বলে মনে হয়, সে সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে এখানে। মোটকথা, কোরআনের প্রকৃত স্বচ্ছ জ্ঞান আগ্রহীদের মধ্যে ছড়িয়ে দেয়াই হচ্ছে এ শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্য।


এছাড়াও এখানে আলোচিত হয় নামাজ, রোজা হজ্ব,যাকাত সম্পর্কে। এর সঠিক সময়, নিয়ম ও বিধান সম্পর্কে বিস্তারিত। আরো আলোচনা হয়, আমাদের সামাজিক, পারিবারিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে।


বিজ্ঞান তার নিজস্ব নিয়মে কোরআনকে ব্যাখ্যা-বিশ্লেষণ করে এ পর্যন্ত যতটুকু সত্য অনুধাবন করতে পেরেছে - তাও এই ক্লাসের মাধ্যমে জানা সম্ভব।


এখানে আজ যারা ছাত্র,আগামীকাল তারাই হবেন এখানকার শিক্ষক, প্রকৃত জ্ঞান লাভ করে। আমাদের আশা, এ কোরআন শিক্ষার পাঠ চলতে থাকবে বহুদিন, যতদিন আমরা ও আমাদের সাথে সম্পর্কিতরা জীবন গঠনে কোরআনের প্রকৃত আলো নেয়ার তাগিদ অন্তর থেকে অনুধাবন করবেন।যে আলো পথ দেখাবে এ জীবন ও পরকালীন জীবনের সফলতার।

OUR VISION

যারা পবিত্র কুরআনকে ভালোভাবে বুঝতে চান, বিশেষ করে বাংলা ভাষায়, মূলত: তাদের জন্যই আমাদের এই আয়োজন। এ‘ছাড়াও তাদের জন্য, যারা এর মর্মার্থ উপলব্ধি করে কুরআনের আলোয় জীবন গঠন করে সহজ পথে চলতে চান‌ ও এর মর্মবাণী অন্যদের কাছে পৌঁছে দেয়ার বিশেষ তাগিদ অনুভব করেন।

OUR MISSION

মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য, উনারই প্রেরিত বাণী 'পবিত্র কুরআন' যা আমাদের প্রিয় নবী রাসুলে করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসেছে বিশ্বের সমগ্র মানবজাতির সম্পূর্ণ জীবন বিধান হিসেবে;সেই কুরআনের বাণীকেই সহজভাবে বাংলা ভাষায় মানুষের কাছে সাধ্যমত পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

• পবিত্র কুরআনের ক্লাস নেওয়ার মাধ্যমে মসজিদে, ক্লাসে অথবা অনলাইনে।

• পবিত্র কুরআন বুঝার লক্ষ্যে ক্লাসে যে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ রাখা ও উত্তর দেওয়া।

• পবিত্র কুরআনের প্রচার ও প্রসারের জন্য কুরআনের আরবি ভাষার সাথে সহজবোধ্য বাংলা ভাষায় কোরআনের অনুবাদ ছাপানোর ব্যবস্থা করা।

• পবিত্র কুরআনকে জানা ও বুঝার লক্ষ্যে আরো আনুষাঙ্গিক ধর্মীয় গ্রন্থ যা মানব সমাজের প্রাত্যহিক জীবন যাত্রায় বিশেষভাবে প্রয়োজনীয়, সেই বইগুলো ছাপানো, প্রচার ও প্রসারে কাজ করা।

• পবিত্র কুরআন ও আনুষঙ্গিক পুস্তকাদি অনলাইনে প্রচার ও প্রসারের ব্যবস্থা করা যাতে বাংলাভাষী মানুষ যারা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস করছেন, তারা যেন উপকৃত হন।

মোবাইল: +৮৮০ ১৯৭৩৫৬ ৯২৪৬
ইমেইল: info@studyalqurantounderstand.org
হেল্প লাইন: +৮৮০ ১৭১২০৬ ০২০৯
ঢাকা ১০০০, বাংলাদেশ ।

SUBSCRIBE

Get monthly updates and free resources.

CONNECT WITH US